Friday 18 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমএইচে অস্ত্রোপচার শেষে কাজে ফিরেছেন ড. ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৪ ১৮:০২

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্বকের একটি ক্ষত অপসারণে অস্ত্রোপচার করা হয়েছে। সফল অস্ত্রোপচার শেষে তিনি এরই মধ্যে কাজেও ফিরেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা সিএমএইচে ড. মুহাম্মদ ইউনূসের এই অস্ত্রোপচার হয়। শুক্রবার (১৮ অক্টোবর) সকালেই তিনি কাজে ফিরেছেন বলে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য ছোট অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার সকালে তিনি পুনরায় দায়িত্ব পালন করতে শুরু করেছেন।

বার্তায় আরও বলা হয়, চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সংলাপে এসব দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

সারাবাংলা/জিএস/টিআর

অস্ত্রোপচার ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর