Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৪ ১২:৩৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩৬

নাটোর: নাটোরের বড়াইগ্রামে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় যাত্রীবাহি ন্যাশনাল ট্রাভেলস বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ন্যাশনাল ট্রাভেলসের যাত্রী মো. শফিকুল ইসলাম এবং উৎসব দত্ত।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাঈল হোসেন জানান, রাত ১০ টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় পৌঁছালে মাছবাহী একটি পিকআপ ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ন্যাশনাল ট্রাভেলসকে পিছন দিক থেকে সজোরে ধাক্কায় দেয়। এতে যাত্রীবাহি বাসের পেছন দিক দুমড়েমুচড়ে যায়। এসময় বাসের ভিতরে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এমপি

দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর