Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে হামাস নেতা সিনওয়ারের গায়েবানা জানাজা

ঢাবি করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৪ ১৩:০০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনে (হামাস) রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০ টার সময়ে আজাদ ফিলিস্তিনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আরিফুল ইসলাম অপু বলেন, ‘সাহাবী হযরত ওসমান (রা.) হত্যার বিষয় শোনার পর রাসুল (সা.) এর হাতে সবাই যেরকম বাইয়াত (শপথ) নিয়েছে তেমনি আমাদেরও বাইয়াত নিতে হবে। ইয়াহিয়া সিনওয়ার আমাদের নেতা। আল্লাহ তার শাহাদাত কবুল করুক।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমরান বলেন, ‘ফিলিস্তিনের জনগনের মুক্তির সংগ্রাম নির্দিষ্ট কোন ভূখন্ডের সংগ্রাম নয়, এটা আমাদেরও সংগ্রাম। আমরা এখান থেকে জানাতে চাই, আমরা ফিলিস্তিনের পাশে রয়েছি।’

গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন আরবি বিভাগের শিক্ষার্থী আশিক বিল্লাহ। মুনাজাত শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। এসময় তারা ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘অকিউপেশন অকিউপেশন, নো মোর নো মোর’, ‘ আমাদের নেতা ইয়াহিয়া সিনওয়ার, লাল সালাম লাল সালাম’ ইত্যাদি স্লোগান দেন।

উল্লেখ্য, গতকাল ইসরায়েলের হামলায় এ হামাস নেতা নিহত হন।

সারাবাংলা/এআইএন/এমপি

বিজ্ঞাপন
সর্বশেষ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
১৯ অক্টোবর ২০২৪ ১২:৩৪

সম্পর্কিত খবর