Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপে খেলবে মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৪ ১৭:২৬

ইন্টার মায়ামিতে তার যোগদানের পরেই অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে ক্লাবটি। লিওনেল মেসির জাদুতে বদলে যাওয়া ইন্টার মায়ামির সাফল্যের পালকে যুক্ত হয়েছে আরেকটি মুকুট। মেসির হ্যাটট্রিকে নিউ ইংল্যান্ড রেভুলুশনকে ৬-২ গোলে বিধ্বস্ত করার পর আগামী বছরের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার আমন্ত্রণ পেয়েছে মায়ামি।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করার পর মায়ামির হয়ে মাঠে ফিরেছিলেন মেসি। নিউ ইংল্যান্ড রেভুলুশনের বিপক্ষেও দুর্দান্ত ফুটবল খেলে টানা দ্বিতীয় হ্যাটট্রিক পেয়েছেন মেসি। তার হ্যাটট্রিকে ভর করেই ৬-২ গোলের বিশাল জয়ে মেজর সকার লিগে নতুন ইতিহাস গড়ে পয়েন্টের আগের সব রেকর্ড ভেঙেছে মায়ামি।

বিজ্ঞাপন

মায়ামির এমন সাফল্যের পর ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেবে মেসির ক্লাব। ফিফা বলছে, মেজর সকার লিগে মায়ামির ধারাবাহিক সাফল্যের কারণেই প্লে-অফের আগেই তাদের সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তাব জানিয়েছে ফিফা। ধারণা করা হচ্ছে, মেসির জনপ্রিয়তাকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী বছর ৩২ ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এরই মাঝে ইউরোপ থেকে ১২টি ক্লাব, লাতিন আমেরিকা থেকে ৬টি ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ২০২৫ সালের ১৫ জুন মায়ামি ডলফিনসের মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি।

সারাবাংলা/এফএম

ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপ লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর