হিজবুল্লাহ সমর্থিত ব্যাংকে ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৪ ১৬:৫০
২১ অক্টোবর ২০২৪ ১৬:৫০
ইসরায়েল বৈরুতসহ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সমর্থিত ব্যাংকগুলোতে হামলা চালিয়েছে, যার মধ্যে ব্যাংক আল-কার্দ আল-হাসানের বিভিন্ন শাখা রয়েছে।
রবিবার (২০ অক্টোবর) রাতে ইসরায়েল বৈরুত এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে। দাহিয়েহ শহরসহ হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাদের মূল লক্ষ্য ছিলো মূলত হিজবুল্লাহর সমর্থিত আর্থিক প্রতিষ্ঠানগুলো।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে আইডিএফ মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ‘হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রমে অর্থদান করে এমন প্রতিষ্ঠানে আগামী কয়েক ঘণ্টায় কয়েকটি হামলা চালানো হবে এবং আরও কিছু জায়গায় রাতভর হামলা হবে।’
এসব হামলায় কেউ হতাহত হয়েছে কী-না তা এখনো জানা যায়নি।
সারাবাংলা/এনজে