Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ৪ জানুয়ারি

ঢাবি করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ১৮:১৬ | আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৯:২০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরুর সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির একাধিক সদস্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আইবিএ ইউনিটের পরীক্ষা ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ৪ নভেম্বর দুপুর ১২টা হতে। চলবে ২৫ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা।

কমিটির এক সদস্য জানান, ২৫ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর প্রস্তাবনা ছিল। তবে বিশ্ব ইজতেমার জন্য আইবিএসহ দুইটি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

সারাবাংলা/এআইএন/পিটিএম

৪ জানুয়ারি টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর