Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

ঢাবি করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ০০:৪৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ০০:৫৬

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে সোমবার সন্ধ্যায় ঢাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মশাল মিছিলটি শাহবাগমুখী রাস্তা ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, মধুর ক্যান্টিন, শ্যাডো, সূর্য সেন হল, উপাচার্যের বাসভবন অতিক্রম করে ফের রাজু ভাস্কর্যে গিয়ে থামে।

বিজ্ঞাপন

মিছিলে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘মুজিব লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘এক হয়েছে সারা দেশ, ছাত্রলীগের দিন শেষ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

চবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল। ছবি: সারাবাংলা

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে বক্তব্য দেওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, ‘সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে কোনোভাবে আর এ দেশে মেনে নেব না। গত ১৫ বছরের কর্মকাণ্ড তাদের কোনোভাবে ছাত্রসংগঠন হিসেবে বৈধতা দেয় না। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে শিগগিরই নিষিদ্ধ করতে হবে।’

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছাত্রলীগ থাকবে কি না, তা ঠিক হয়ে গেছে ১৫ জুলাই। ছাত্রলীগ-আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে ৫ আগস্ট। ফ্যাসিবাদের পুনর্বাসন আর কখনো হবে না।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনি বঙ্গভবনের বিলাসিতা নিয়ে নিজের রাস্তা মাপুন।’

বিজ্ঞাপন

আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে যারা ছাত্রসংগঠনের নামে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’

সারাবাংলা/এআইএন/টিআর

ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ঢা‌বি মশাল মিছিল

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর