Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ১২:৫০

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্রসচিব, সমাজ কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রওশন আলী।

এর আগে গত সপ্তাহে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন জুলাই-আগস্টের আন্দোলনে আহত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা মনির মুন্না।

সারাবাংলা/কেআইএফ/এমপি

আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর