Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বোমা’ ও দাফনের কাপড় রেখে শ্রমিক লীগ নেতাকে হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৫:৩২

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামে সুমন ইসলাম নামে এক শ্রমিক লীগ নেতার বাড়ি থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও লাশ দাফনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় একটি চিরকুটে ওই শ্রমিক লীগ নেতাকে হুমকি দেওয়া হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের পুলিশ এসব উদ্ধার করে।

সুমন ইসলাম রাইপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি ভিটা পাড়ার মোড়ে একটি কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করেন।

সুমন ইসলাম জানান, ‘সকালে তার বাড়ির রান্না ঘর থেকে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দু’টি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড়ের টুকরা, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকি দিয়ে হাতে লেখা একটি চিরকুট দেখতে পান।
চিরকুটে লেখা আছে, দোকান খুলতে হলে দুই লাখ টাকা দিতে হবে, না দিলে গ্রাম ছাড়তে হবে।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে। এব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সারাবাংলা/এসআর

 

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর