Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত, সদস্য সচিব আরিফ

ঢাবি করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ২১:৩১

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে হাসনাত আবদুল্লাহ দায়িত্ব পেয়েছেন। আর সদস্য সচিব করা হয়েছে আরিফ সোহেলকে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

কমিটির বাকি দুই জন হলেন- মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার কখনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ‘ভুয়া সমন্বয়ক সেজে যারা অপকর্ম করে তাদের রোধে আমরা কেন্দ্রীয়ভাবে কাজ করছি। আমাদের মধ্য থেকেও যারা এ ধরনের অপকর্ম করে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই কমিটি পুনর্গঠন প্রয়োজন। অনেক কাজ রয়েছে, যা বাস্তবায়নে সারা দেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দিতে হবে।’

সারাবাংলা/এআইএন/পিটিএম

আহ্বায়ক হাসনাত টপ নিউজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব আরিফ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর