অবিশ্বাস্য ভিনিসিয়াসই ব্যালন ডি অর জিতবে: আনচেলত্তি
২৩ অক্টোবর ২০২৪ ১১:১০
চ্যাম্পিয়নস লিগের নাটকীয় এক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ৫-২ গোলের জয় পেয়েছে রিয়াল। দুর্দান্ত এক হ্যাটট্রিকে রিয়ালের জয়ের নায়ক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচে শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, অবিশ্বাস্য ফর্মে থাকা ভিনিসিয়াসই এবার ব্যালন ডি অর জিতবেন।
ডর্টমুন্ডের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধেই দুই গোল হজম করেছিল রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জাদুতে ঘুরে দাঁড়িয়েছে তারা। দুর্দান্ত পারফর্ম করে ভিনিসিয়াস পেয়েছেন চ্যাম্পিয়নস লিগে তার প্রথম হ্যাটট্রিক। তার এই হ্যাটট্রিকের সুবাদেই শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
গত মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াসের হাতেই উঠবে এবারের ব্যালন ডি অর, এমনটাই শোনা যাচ্ছে। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, ভিনিসিয়াসের হাতেই ব্যালন ডি অর দেখতে চান তিনি, ‘দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস যেভাবে খেলেছে, সেটা খুব কমই দেখা যায়। শুধু তার হ্যাটট্রিকই না, তার খেলার ধরনটাই দুর্দান্ত। সে এবার ব্যালন ডি অর জিতবে, এটা আজকে রাতের জন্য না, আগের বছরের জন্য। সে এখন একজন ফুটবলার যে মাঠে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।’
আনচেলত্তি বলছেন, দুই গোলে পিছিয়ে পড়েও শান্ত ছিল তার দল, ‘আমরা বিরতির সময় যথেষ্ট শান্ত ছিলাম। আমরা জানি কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। দ্বিতীয়ার্ধে আমরা সেভাবেই খেলেছি। শেষ পর্যন্ত এটাই আমাদের জয় এনে দিয়েছে।’
সারাবাংলা/এফএম