Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে এবার আপিল বিভাগে জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৪:০৩

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে এবার পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির পক্ষে সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রিভিউ আবেদনটি করেছেন বলে বুধবার (২৩ অক্টোবর) জানান আবেদনের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে, ১৬ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার রিভিউ আবেদন করেন। আগামী ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই রিভিউ শুনানির দিন ধার্য রয়েছে।

২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সর্বোচ্চ আপিল বিভাগ।

১৯৯১, ১৯৯৬ ২০০১ এবং ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর