Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপান নির্বাচন, অর্ধেক আসনও পায়নি ক্ষমতাসীন জোট

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪ ১১:১১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৩:২৭

রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয় জাপানের ৫০তম প্রতিনিধি পরিষদ নির্বাচন।

জাপান: জাপানে অনুষ্ঠিত ৫০তম প্রতিনিধি পরিষদ নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও নিউ খোমেইতো পার্টি নিয়ে গঠিত ক্ষমতাসীন জোট অর্ধেক আসন পায়নি। এর ফলে তাদের ক্ষমতায় থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দেশটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

জাপানের স্থানীয় এক গণমাধ্যমে সোমবারের (২৮ অক্টোবর) প্রকাশিত নির্বাচন ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন জোট মোট ২১৫টি আসন পেয়েছে, যা প্রতিনিধি পরিষদে ৪৬৫টি আসনের অর্ধেকেরও কম।

ফলাফল বিশ্লেষণে বলা হয়, এমন ফলাফলের জন্য সামনে দেশটির প্রধানমন্ত্রী ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইশিবা শিগেরু সমালোচনার মুখে পড়তে পারেন এবং তাদের জোট অব্যাহতভাবে ক্ষমতা ধরে রাখতে পারবেন কিনা সেটাই এখন দেখার মূল বিষয়।

উলেখ্য, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর হিগাশিকুনি নারুহিরো মাত্র ৫৪ দিন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। অপর দিকে ইশিবা দায়িত্ব গ্রহণের ২৬ দিন পর আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের ফলাফলের আলোকে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হলে হিগাশিকুনির আগের রেকর্ড তিনি হয়তো ভেঙে দেবেন।

সারাবাংলা/এসডব্লিউআর

২০২৪ জাপান নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর