Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার সঙ্গে সম্পর্ককে স্বাগত জানালেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪ ১৪:৪৮ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৬:৪৭

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে স্বাগত জানিয়েছেন৷

মঙ্গলবার (২২ অক্টোবর) কাজানে ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় এমন সিদ্ধান্তে আসেন তিনি।

কাজান থেকে এএফপি জানায়, শি এই দুই দেশের মধ্যে ‘গভীর বন্ধুত্বের’ প্রশংসা করে পুতিনকে বলেছেন, ‘বিশ্ব এক শতাব্দী ধরে অদৃশ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশৃঙ্খল হলেও ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে জড়িত।’

শি বলেন, ‘চীন ও রাশিয়া, বিস্তৃত কৌশলগত সমন্বয় এবং ব্যবহারিক সহযোগিতা ক্রমাগত প্রসারিত করেছে।’

চীনের নেতা বলেন, ‘এই সম্পর্ক দুই দেশের উন্নয়ন, পুনরুজ্জীবন এবং আধুনিকায়নে শক্তিশালী প্রেরণা যোগাচ্ছে। তারা আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায়বিচার বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করার পর থেকে মস্কো ও বেইজিং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। যা পশ্চিমে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ উভয় দেশই বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করতে চায়।

মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার কিছুক্ষণ আগে চীন ও রাশিয়া একটি ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করেছিল। বেইজিং কখনও ইউক্রেনের উপর মস্কোর হামলার নিন্দা করেনি।

বাসস

সারাবাংলা/এসডব্লিউআর

চীন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ভ্লাদিমির পুতিন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর