Saturday 26 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৭:৩০

ঢাকা: স্বাস্থ্য খাত নানা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

বুধবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

ডা. আবু জাফর বলেন, নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত। এ খাত এমন পর্যায়ে এসেছে যে, এখন সংস্কার প্রায় অসম্ভব। এটাকে ভেঙে পুনরায় ঢেলে সাজাতে হবে।

তিনি বলেন, আমি গত কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি, আমি চেষ্টা করব স্বৈরাচার সরকারের শাসনামলে বৈষম্যের শিকার চিকিৎসকরাই যেন পদায়নে অগ্রাধিকার পায়।

এর আগে, অধ্যাপক ডা. মো. আবু জাফর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক চিকিৎসা অবস্থা সম্পর্কে অবগত হন। এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও অন্য কর্মকর্তাদের সঙ্গেও আহতদের স্বাস্থ্যের অবস্থা নিয়ে আলোচনা করেন।

সারাবাংলা/এসবি/ইআ

স্বাস্থ্য খাত

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরলেন মির্জা ফখরুল
২৬ অক্টোবর ২০২৪ ০১:৩০

সম্পর্কিত খবর