চিকিৎসকের আত্মহত্যা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৭:৩৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৭:৩৫
২৩ অক্টোবর ২০২৪ ১৭:৩৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৭:৩৫
কুষ্টিয়া: কুষ্টিয়ায় খন্দকার মাহে আলম (৬০) নামে এক চিকিৎসক নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বুধবার (২৩ অক্টোবর) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খন্দকার মাহে আলম কুষ্টিয়া সাদ্দাম বাজার এলাকার মৃত খন্দকার নাসির উদ্দিনের ছেলে। তিনি হামিও চিকিৎসক ছিলেন।
স্বজনরা জানায়, দীর্ঘদিন থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ভোরে নিজেই ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, নিহতের পরিবার জানিয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সারাবাংলা/এসআর