Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার সমর্থকদের হয়ে ‘প্রতিশোধ’ নিয়েছেন রাফিনহা!

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪ ১৪:২২

গত এক দশকে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে ম্যাচ মানেই যেন বার্সেলোনার জন্য রীতিমত ‘আতংক’! ২০২০ সালের সেই ৮-২ গোলের হারের বিভীষিকা যেন এখনো তাড়া করে বেড়ায় বার্সা সমর্থকদের। অবশেষে ৯ বছর পর বায়ার্নকে হারানোর স্বাদ পেল বার্সা। গত রাতে গ্রুপ পর্বের ম্যাচে রাফিনহার দুর্দান্ত এক হ্যাটট্রিকে বায়ার্নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচ শেষে জয়ের নায়ক রাফিনহা বলছেন, বায়ার্নকে হারিয়ে সমর্থকদের হয়ে ‘প্রতিশোধ’ নিয়েছেন তারা।

বিজ্ঞাপন

২০১৫ সালের পর টানা ছয় দেখায় বার্সাকে হারিয়েছিল বায়ার্ন। এর মাঝে আছে সেই ৮ গোলের লজ্জার ম্যাচও। তবে গত রাতের ম্যাচে দেখা গেছে ভিন্ন এক বার্সাকে। রাফিনহা-ইয়ামাল-পেদ্রিদের অবিশ্বাস্য পারফরম্যান্সে বড় জয় পেয়েছে বার্সা। ব্রাজিলিয়ান তারকা রাফিনহা পেয়েছে হ্যাটট্রিকও।

ঘরের মাঠে ম্যাচ জয়ের পর উল্লাসে মাতে পুরো বার্সা স্কোয়াড ও মাঠের দর্শক। রাফিনহা বলেছেন, এই জয় বার্সার সমর্থকদের জন্য এক রকম প্রতিশোধ, ‘এটা আমার মনে হয় বার্সা সমর্থকদের জন্য এক রকম প্রতিশোধ। আমরা খেলোয়াড় হিসেবে অতীত নিয়ে ভাবি না। আমরা সবসময় পরের ম্যাচের দিকে তাকাই। তবে আমি ওই হারের সময় বার্সা সমর্থক হিসেবেও কষ্ট পেয়েছি।’

হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত রাফিনহা, ‘আজকের রাতটা বিশেষ ছিল আমার জন্য। ক্লাবের হয়ে ১০০তম ম্যাচে আমি হ্যাটট্রিক পেলাম। আমি নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে দারুণ খুশি। দল হিসেবে আমরা দুর্দান্ত খেলেছি। চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় জয়টা জরুরি ছিল।’

সারাবাংলা/এফএম

বায়ার্ন মিউনিখ বার্সেলোনা রাফিনহা

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর