Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনার জয়ে রাফিনহাকে মেসির কড়া জবাব

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫ ০৯:৫১

লিওনেল মেসি

সুপার ক্লাসিকোতে তিনি ছিলেন না। লিওনেল মেসির অভাবটা অবশ্য মাঠে একেবারেই বুঝতে দেয়নি আর্জেন্টিনা। ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে লাতিন অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে পৌঁছে গেছে আর্জেন্টিনা। দলের এমন জয়ের পর অভিনন্দন জানানোর পাশাপাশি মেসি কড়া ভাষায় জবাব দিয়েছেন প্রতিপক্ষ দলের রাফিনহাকেও।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে রাফিনহা বলেছিলেন, গোল করেই আর্জেন্টিনাকে হারাবেন তিনি। শুধু জয় নয়, আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন এই বার্সা ফরোয়ার্ড।

তবে তার সেই হুঁশিয়ারি শুধু কাগজে কলমেই থেকে গেছে। সুপার ক্লাসিকোতে পুরোটা সময়জুড়েই ম্লান ছিলেন রাফিনহা, ম্লান ছিল ব্রাজিলও। তার এই হতাশা ফুটে উঠেছে মাঠেও। গোল করতে না পেরে বেশ কয়েকবার আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর নিজের দেওয়া সেই হুঁশিয়ারি নিয়ে পালটা কথা শুনেছেন রাফিনহা। এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, ডি পলদের মতো রাফিনহার সেই মন্তব্যের জবাব দিয়েছেন মেসিও।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, ‘আর্জেন্টিনা সবসময় জবাবটা মাঠের ফুটবলেই দেয়। গত রাতে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত জয় ও উরুগুয়ের বিপক্ষে জয়ে দলকে অভিনন্দন।’

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল রাফিনহা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর