ভিনিসিয়াসকে বর্ণবাদী মন্তব্য করে গ্রেফতার ৪
২৫ অক্টোবর ২০২৪ ০৮:৫৬
ক্যারিয়ারের শুরু থেকেই নানা সময়ে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন তিনি। ভিনিসিয়াস জুনিয়র বরাবরই প্রতিপক্ষের সমর্থকদের এমন আচরণ নিয়ে সোচ্চার। এবার তার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অ্যাটিলেটিকো মাদ্রিদের ৪ সমর্থককে।
গত ২৯ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে অ্যাটলেটিকোর মাঠে খেলতে গিয়েছিল রিয়াল। ওয়ান্ডা মেট্রোপলিটন স্টেডিয়ামে ভিনিসিয়াসকে লক্ষ্য করে বারবারই ধেয়ে আসছিল বর্ণবাদী মন্তব্য। ওই ঘটনায় ম্যাচ শেষে লা লিগা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছিল রিয়াল।
সেই অভিযোগের সুবাদেই গ্রেফতার করা হয়েছে ৪ অ্যাটলেটিকো সমর্থককে। ওই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক উগ্র সমর্থক দাবি করেছিলেন, তারা মুখ ঢেকে স্টেডিয়ামে এসেছিলেন যেন ভিনিসিয়াসকে নিয়ে মন্তব্য করলেও কেউ তাদের পরিচয় না জানতে পারে। তবে শেষ পর্যন্ত মাদ্রিদ পুলিশ তাদের মাঝে থেকেই এই ৪ জনকে গ্রেফতার করতে পেরেছে।
২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর ভিনিসিয়াসকে নিয়ে মন্তব্য করে এর আগেও শাস্তি পেয়েছেন প্রতিপক্ষের সমর্থকরা। গত জুনে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে ৮ মাসে কারাদণ্ড দেওয়া হয় এই অভিযোগে। সেপ্টেম্বরে মায়োর্কার এক সমর্থককে দেওয়া হয় এক বছরের কারাদণ্ড।
সারাবাংলা/এফএম