নদীতে গোসলে গিয়ে প্রাণ গেলো কিশোরের
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ১৮:২৭ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৮:৩০
২৫ অক্টোবর ২০২৪ ১৮:২৭ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৮:৩০
নওগাঁ: জেলার মান্দা উপজেলায় আত্রাই নদীতে বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে প্রাণ গেলো রফিক (১০) নামে এক কিশোরের।
শুক্রবার ( ২৫ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রফিক মহাদেবপুর উপজেলার চকরাজা সরস্বতীপুর গ্রামের আবু বক্করের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসারছাত্র ছিল।
মান্দা থানার উপপরিদর্শক হাবিব (এসআই) জানান, দুপুরে বন্ধুর সাথে গোসল করতে গিয়ে নদীতে নামে রফিক। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মান্দা ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টা করে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এসআর