Saturday 26 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনাকে ‘ভয়’ পাচ্ছেন না আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪ ০৯:৪৭

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। হাই ভোল্টেজ ম্যাচের আগে জমে উঠেছে কথার লড়াই। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলছেন, লা লিগায় দুর্দান্ত ফর্মে থাকা বার্সাকে একদমই ভয় পাচ্ছেন না তারা।

নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে এই মৌসুমে দারুণ ফর্মে আছে বার্সা। ২৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে তারা। চ্যাম্পিয়নস লিগেও কাতালানরা আছেন বিধ্বংসী ফর্মে। গত ম্যাচে রাফিনহার হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে রিয়ালকে কঠিন বার্তাও দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

দারুণ ফর্মে থাকলেও বার্সাকে নিয়ে বাড়তি দুশ্চিন্তা নেই বলেই সাফ জানিয়ে দিলেন আনচেলত্তি, ‘বার্সাকে নিয়ে ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না! তারা অবশ্যই ভালো খেলছে। ক্লাসিকোতে ফেভারিট বাছাই করা কঠিন। এটা ম্যাচের গতির উপরে নির্ভর করবে। ফুটবলাররা কীভাবে চাপ সামলাচ্ছে এটাও বড় ব্যাপার। কে কতটুক ছন্দ ধরে রাখতে পারছে এটাই ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেবে।’

ক্লাসিকো জিতে বার্সাকে ধরে ফেলতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে মাদ্রিদকে, মানছেন আনচেলত্তি, ‘বার্সা খুব ভালো পারফর্ম করছে। তারা সাহসী দল। এই ম্যাচে জিততে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। ডর্টমুন্ডের বিপক্ষে আমরা যেভাবে ফিরে এসেছি সবসময় সেটা সম্ভব হয় না। তবে আমরা চেষ্টা করব ভালোভাবেই ম্যাচটা জেতার।’

আজ বাংলাদেশ সময় রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল-বার্সা।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ট্রেনের সময়সূচি এখনও বিঘ্নিত
২৬ অক্টোবর ২০২৪ ০৯:২৫

সম্পর্কিত খবর