Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ সেন্টমার্টিনের নৌপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১০:০৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৭:৪৩

কক্সবাজার: টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। গেল ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উত্তাল সাগরে দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের দেওয়া নির্দেশনা এখনো অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে জোয়ারের পানির বেগে দ্বিখণ্ডিত হয়ে গেছে ইনানী সৈকতের নৌবাহিনীর জেটি। ওই জেটি’টিও সেন্টমার্টিন বেড়াতে যাওয়া পর্যটকদের যাহাজে উঠা-নামা’র কাজে ব্যবহার হয়। ফলে বেড়াতে আসা পর্যটরা এই মুহূর্তে চাইলেই সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারছেন না।

বিজ্ঞাপন

টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড়ের ফলে টেকনাফ ও সেন্টমার্টিন থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রলার ও নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।’

এদিকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ৪ মাস পর্যটদের যাতায়ত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরে পর্যটকরা যেতে পারলেও সেখানে রাত্রীযাপন করতে পারবেনা। ডিসেম্বর ও জানুয়ারি মাসে যেতে পারবেন, থাকতেও পারবেন। এ সময় দিনে ২ হাজারের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেননা। আর ফেব্রুয়ারি মাসে কোনো পর্যটক সেন্টমার্টিন যেতে পারবেন না।

দ্বীপকে পরিবেশবান্ধব করার জন্য সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করলেও পর্যটনসেবীরা এই সিদ্বান্ত মানতে নারাজ।

সারাবাংলা/এনজে/টিআর

ঘূর্ণিঝড় দানা নৌপথ যাতায়াত বন্ধ সেন্টমার্টিন

বিজ্ঞাপন

দামেস্কে ইসরায়েলি বিমান হামলা
১৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৫০

আরো

সম্পর্কিত খবর