Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে আগুনে ৩ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৫:২৯

সুনামগঞ্জ : জেলার শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে একটি মুদি দোকানে আগুন লাগে। তাৎক্ষণিক পাশের দুই দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডে তিনটি দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত জানার চেষ্টা করছি।

সারাবাংলা/এসআর

আগুন দোকান পুড়ে ছাই সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর