দখল ও সন্ত্রাসী কাজে লিপ্ত থাকায় বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার
২৭ অক্টোবর ২০২৪ ১৪:১৭
ঢাকা: দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ-সংহতি পরিপন্থী নানা অভিযোগে বিএনপির আরও চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ-সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, বরিশাল উত্তর জেলাধীন গৌরনদী পৌর বিএনপির আহবায়ক এস এম জাকির হোসেন, সদস্য ফরহাদ শরীফ এবং বিএনপি কর্মী নাজমুল হাসান মিঠুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।’
উল্লেখ, ৫ আগস্টে পট পরিবর্তনের পর দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ-সংহতি পরিপন্থী কাজে লিপ্ত থাকায় এরইমধ্যে প্রায় এক হাজার ১০০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার, পদাবনতি, পদচ্যুতি করাসহ কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিএনপি।
সারাবাংলা/এজেড/ইআ