এবার একটা গোল কম হলো
২৭ অক্টোবর ২০২৪ ১৫:৩৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২০:৪৫
নারীদের সাফ ফুটবলের গত আসরের সেমিতে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। এবারের আসরেও সেমিতে ভুটানকে পেয়েছিল বাংলাদেশ। তবে এবার ভুটানের জালে একটি গোল কম করেছেন তহুরা-সাবিনারা। তহুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফ ফুটবলের প্রথম সেমিতে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলেন বাংলাদেশের মেয়েরা।
প্রথম সেমির শুরু থেকেই ভুটানের রক্ষণভাগকে স্বস্তিতে থাকতে দেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। ৭ম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন ঋতুপর্ণা চাকমা। তহুরার অ্যাসিস্টে বল পেয়ে বাঁ পায়ের দারুণ এক শটে গোলবন্যার সূচনা করেন তিনি। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। শিউলির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ভুটান কিপার সঙ্গীতাকে বোকা বানান তিনি।
২৫ মিনিটে ম্যাচের তৃতীয় গোল আসে সাবিনার পা থেকে। প্রথমে তার শট পোস্টে লেগে ফিরে এলেও পরেরবার গোল করতে ভুল করেননি তিনি। ৩৪ মিনিটে ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় গোলটি আসে তহুরার পা থেকে। বক্সের বাইরে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের অবিশ্বাস্য এক শটে কিপারকে বোকা বানান তিনি। দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল ও দলের ৫ম গোলটি করেন সাবিনা।
হাফ টাইমের কিছুক্ষণ আগে এক গোল শোধ করে ভুটান। ৪০ মিনিটের মাথায় দেকি হাজম গোল করলে ব্যবধান কমে। ৫-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পেয়েছে বাংলাদেশ। ৫৮ মিনিটে দারুণ এক গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। ৭২ মিনিটে বাংলাদেশের ৭ম গোল আসে মাসুরা পারভিনের পা থেকে। সানজিদার ক্রসে হেড করে উল্লাসে ভাসেন তিনি।
শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়েই ফাইনালে পা রাখল বাংলাদেশ। দ্বিতীয় সেমিতে আজ মুখোমুখি হবে ভারত ও নেপাল। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই ফাইনালে লড়বে বাংলাদেশ।
সারাবাংলা/এফএম