‘বিনা লাভের দোকানে’ পেঁয়াজের কেজি ৭৫ টাকা
২৭ অক্টোবর ২০২৪ ১৭:৪৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৯:৫৭
খুলনা: খুলনা শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকানে’ স্বস্তিতে পণ্য কিনছেন ক্রেতারা। তাদের দোকানে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৭৫ টাকায়। একই পেঁয়াজ বাজারের বিভিন্ন দোকানে ১৩০ টাকা কেজি দরে বিক্রি করছেন দোকানিরা। এছাড়াও রসুন, লাউ, লালশাক, পটল, কাঁচামরিচ ও পেঁপেসহ বিভিন্ন পণ্য সস্তায় পাওয়া যাচ্ছে ‘বিনা লাভেল দোকানে’। বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম স্থিতিশীল করতে শিক্ষার্থীদের এমন উদ্যোগ।
রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে মহনগরীর ৬ স্থানে এ ব্যতিক্রমি ‘বিনা লাভের দোকান’ বসায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীরা। প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব দোকান খোলা থাকবে।
শিক্ষার্থীরা জানান, নগরীর শিববাড়ী মোড়, বয়রা বাজার মোড়, নতুন বাজার মোড়, গল্লামারী হল রোড মোড়, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুর বিআইডিসি রোডের চিত্রালী মার্কেটে বসানো হয়েছে এসব দোকান।
বিনা লাভের এ দোকানে আমদানিকৃত পেঁয়াজ ৭৫ টাকা, দেশি রসুন ২১৫ টাকা, মসুর ডাল ১০০-১০৫ টাকা কেজি, প্রতিপিস লাউ ৪০ টাকা, লালশাক ২৫-৩০ টাকা, পটল ৪০ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা, পেঁপে ২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
গল্লামারী পয়েন্টে সবজি কিনতে আসা জাফর শেখ বলেন, ‘বিনা লাভের দোকানে’ বাজারদর থেকে এখানে অনেক কম দামে পণ্যসামগ্রী বিক্রি হচ্ছে। তাই এখান থেকে সবজি কিনলাম। বাজার সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক মুহিবুল্লাহ মুহিব বলেন, বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম স্থিতিশীল করা আমাদের প্রধান লক্ষ্য। যতদিন বাজার স্থিতিশীল না হচ্ছে, ততদিন আমাদের কার্যক্রম চালু থাকবে। আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষের মুখে হাসি দেখতে চাই।
সারাবাংলা/এসআর