ঢাকা: আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম বাদী হয়ে হাইকোর্টে এ রিট দায়ের করেন।
রিটে আওয়ামী লীগ দলসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে রিটে।
রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যাতে কার্যক্রম পরিচালনা করতে না পারে, রিটে আবেদনে এই নির্দেশনা চাওয়া হবে। চলতি সপ্তাহেই বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট তা সরাসরি বেঞ্চে তা খারিজ করে দেন।