Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা টাকা লুট করে বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক হতে পারে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৮:৫৮

বক্তব্য দিচ্ছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সারাবাংলা।

দিনাজপুর: দেশকে ভালোবাসতে হবে, যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে তারা দেশ প্রেমিক হতে পারে না। কোনো আলেম দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলি আজিজিয়া মাদরাসায় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি এই অর্থনীতি নামক ঘরের দরজা খোলা, সিন্দুকে তালা নেই। বিভিন্ন দেশ থেকে ৩০ মিলিয়ন ডলারের সার আমদানি করার টাকা দিতে আমাদের হিমশিম খেতে হয়েছে।

তিনি আরও বলেন, ‘আগামী বুধবার ২০২৫ সালে হজ্বের প্যাকেজ ঘোষণা করা হবে। যেখানে প্যাকেজের মূল্য কমানো হবে। গত বছরের তুলনায় এবার হজ্জের খরচ কমে আসবে বলেও জানান তিনি।

এসময় বাংলা হিলি আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শামছুল হুদা খানসহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

দেশ প্রেমিক ধর্ম উপদেষ্টা পাচার

বিজ্ঞাপন
সর্বশেষ

‘চট্টগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ব’
২৮ অক্টোবর ২০২৪ ২০:৪২

সম্পর্কিত খবর