ইতিহাস গড়ে ব্যালন ডি অর জিতলেন রদ্রি
২৯ অক্টোবর ২০২৪ ০৭:০৫
পুরস্কার ঘোষণার আগের দিন পর্যন্ত বিজয়ী হিসেবে শোনা যায়নি রদ্রির নাম। এবারের ব্যালন ডি অর উঠছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের হাতে, এ অনেকটা নিশ্চিত বলেই ধরে নিয়েছিলেন সবাই। তবে সবাইকে অবাক করে পুরস্কার উঠল স্পেন ও ম্যানচেস্টার সিটি তারকা রদ্রির হাতে! গত মৌসুমে সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও স্পেনের হয়ে ইউরো জেতা রদ্রি দুর্দান্ত এক মৌসুম কাটানোর সুবাদে জিতেছেন নিজের ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি অর।
প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল এবারের ব্যালন ডি অরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার ঘোষণা করার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, ভিনিসিয়াস নয়, রদ্রির হাতেই উঠছে পুরস্কার! আর এই কারণেই পুরো রিয়াল মাদ্রিদ দল বয়কট করছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এমনটাও জানা গিয়েছিল। শেষ পর্যন্ত সত্যি হয়েছে এটাই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি রিয়ালের কাউকেই।
এবারের ব্যালন ডি অরের পুরস্কার উঠবে কার হাতে, এ নিয়ে জল্পনা কল্পনা চলছিল অনেক আগে থেকেই। তবে সব জায়গাতেই শোনা যাচ্ছিল ভিনিসিয়াসের নাম। শেষ পর্যন্ত ভিনিসিয়াস নয়, রদ্রির হাতেই উঠল ব্যালন ডি অর। স্পেন ও সিটির হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি অর জিতলেন এই মিডফিল্ডার। ইনজুরিতে থাকায় ক্রাচে করে অনুষ্ঠানে এসেছিলেন রদ্রি। ক্রাচে ভর করেই ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি।
গত মৌসুমে সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ইউয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন রদ্রি। ক্লাবের হয়ে গত মৌসুমে করেছেন ক্যারিয়ার সেরা ৯ গোল। জাতীয় দল স্পেনের হয়ে জিতেছিলেন ইউরোও। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই ব্যালন ডি অর জিতলেন তিনি। রদ্রি পেছনে ফেলেছেন ভিনিসিয়াস, জুড বেলিংহামদের।
সারাবাংলা/এফএম