Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরা তরুণ ফুটবলারের ট্রফিতে ইয়ামালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১০:২৬

ট্রফি হাতে লামিন ইয়ামাল

মাত্র ১৬ বছর বয়সেই বার্সেলোনা ও স্পেনের হয়ে তারকাখ্যাতি পেয়েছিলেন তিনি। ১৭ বছর বয়সী লামিন ইয়ামালের গত মৌসুমটা কেটেছে স্বপ্নের মতো। সেই সুবাদেই এবার বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার উঠলো ইয়ামালের হাতে। এই ট্রফি জয়ে নতুন রেকর্ডও গড়েছেন ইয়ামাল। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বর্ষসেরা তরুণ ফুটবলারের খেতাব জিতেছেন তিনি।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন ইয়ামাল। কাতালানদের হয়ে ৫০ ম্যাচে করেছিলেন ৭ গোল, অ্যাসিস্ট ছিল ৯টি। জাতীয় দল স্পেনের হয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ইউরোতে তার ৪ অ্যাসিস্ট ও এক গোলে শিরোপা জিতেছে স্পেন। ইউরোর সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ইয়ামাল।

বিজ্ঞাপন

বার্সা ও স্পেনের হয়ে সাফল্য পাওয়ায় গত মৌসুমের সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন ইয়ামাল। ফ্র্যান্সের প্যারিসে হয়ে যাওয়া জমকালো অনুষ্ঠানে তরুণ ফুটবলারকে দেওয়া ‘কোপা ট্রফি’ উঠেছে ইয়ামালের হাতেই। তিনি পেছনে ফেলেছেন রিয়ালের আরদা গুলার, ম্যানচেস্টার ইউনাইটেডের মারিনোকে।

এই পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েছেন ইয়ামাল। ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বর্ষসেরা তরুণ ফুটবলারের খেতাব জিতেছেন তিনি।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা লামিন ইয়ামাল স্পেন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর