Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যালন ডি অর বিতর্কে যা বললেন ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১১:৪৯

ব্যালন ডি অর উঠেনি ভিনিসিয়াসের হাতে

পুরস্কার ঘোষণার কয়েক ঘন্টা আগ পর্যন্ত বিজয়ী হিসেবে শোনা যাচ্ছিল তার নাম। এবারের ব্যালন ডি অর জিতবেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র, ধারণা করা হচ্ছিল এমনটাই। তবে সবাইকে চমকে দিয়ে শেষ পর্যন্ত ব্যালন ডি অর জিতেছেন ম্যানচেস্টার সিটি ও স্পেন মিডফিল্ডার রদ্রি। ব্যালন ডি অর নিয়ে চলা বিতর্কের মাঝেই এই ইস্যুতে মন্তব্য করেছেন ভিনিসিয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, ভবিষ্যতে দশগুণ ভালো করেই ব্যালন ডি অর জিতবেন।

বিজ্ঞাপন

গত রাতে ফ্রান্সের প্যারিসে জমকালো এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে এই বছরের ব্যালন ডি অরের বিজয়ীর নাম। এবারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর থেকেই শোনা যাচ্ছিল, ভিনিসিয়াসের হাতেই উঠবে সেরা ফুটবলারের পুরস্কার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। সিটি ও স্পেন তারকা রদ্রি ইতিহাস গড়ে জিতেছেন নিজের ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি অর। এই অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ জন্ম দিয়েছে নতুন বিতর্কের।

বিজ্ঞাপন

রদ্রির ব্যালন জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। এসবের মাঝেই নিজের এক্স অ্যাকাউন্টে ভিনিসিয়াস বলেছেন, তিনি ভবিষ্যতে ব্যালন জয়ের জন্য চেষ্টায় থাকবেন, ‘এটা পেতে হলে আমাকে আরো দশগুণ ভালো করতে হবে। ব্যালন ডি অর আমাকে দিতে তারা এখনো প্রস্তুত নয়।’

গত মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে ভিনির। রিয়ালের হয়ে লা লিগা, সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ভিনিসিয়াস। চ্যাম্পিয়নস লিগের সেরা ফুটবলারও হয়েছিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, সুপার কাপের ফাইনালে গোল পাওয়া ভিনিসিয়াস ছিলেন ব্যালন ডি অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে।

ভিনিসিয়াসের ব্যালন ডি অর না জেতাটা তাই ভালোভাবে নিতে পারেননি রিয়াল মাদ্রিদ ফুটবলাররা। ভিনিসিয়াসের পক্ষে টুইট করেছেন ভিনির রিয়াল সতীর্থ ফেদ্রিকো ভালভার্দে, চুয়ামেনি, কামাভিঙ্গা। ভিনিসিয়াসের ব্রাজিলিয়ান সতীর্থ রিচারলিসনও তাকে সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছেন।

সারাবাংলা/এফএম

ব্যালন ডি অর ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর