Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেছেন ঝিনাইদহের সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৪:২৬

ঝিনাইদহের সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু

ঝিনাইদহ: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ শহিদুজ্জামান বেল্টু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১২ টার দিকে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

শহিদুজ্জামান বেল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ।

পারিবারিক সুত্রে জানা গেছে, শহীদুজ্জামান বেল্টুর জন্ম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসনহাটি গ্রামে। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করেন। পরে বেল্টু এরশাদ সরকারের সময়ে জাতীয় পার্টিতে যোগদান করলেও এরশাদ পতনের পর তিনি বিএনপিতে যোগদান করেন। ১৯৯১ সালের নির্বাচনের অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০১ সাল পর্যন্ত পর পর চারটি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ জানান, শহীদুজ্জামান বেল্টুর প্রথম জানাযা মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে এবং দুপুর ২টায় কালীগঞ্জ সরকারি ভুষন স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে ইমামতি করেন কলাবাগান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুদ-উজ-জ্জামান।

বাদ এশা তার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলা হাসনহাটি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান এম এ মজিদ।

বিএনপি নেতা বেল্টুর মৃত্যুতে বাংলাদেশের এটর্নি জেনারেল এ্যড আসাদুজ্জামান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাড এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ঝিনাইদহ বিএনপি মৃত্যু শহিদুজ্জামান বেল্টু সাবেক এমপি

বিজ্ঞাপন
সর্বশেষ

চালের বাজার অস্থির কেন
২৯ অক্টোবর ২০২৪ ১৫:২৪

সম্পর্কিত খবর