Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ সরকার যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৫:২৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:১০

বাগেরহাট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, আওয়ামী লীগ সরকার যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে। মাদক দিয়ে দেশ সয়লাব করে ফেলেছিল।

সোমবার বিকালে বাগেরহাটের রামপালের কালেখার বেড় মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। মাদক ছেড়ে খেলাধুলার দিকে অগ্রসর হতে এই খেলার আয়োজন করা হয়েছে। এসময় তিনি সবাইকে মাদকমুক্ত সমাজ গড়ার আহব্বান জানান।

বিজ্ঞাপন

ফাইনাল খেলায় মিয়াপাড়া বালুরমাঠ যুবসংঘকে ট্রাইব্রেকারে ব্রাদার্স স্পোর্টিং ক্লাব দিগরাজ ৩-২ গোলে পরাজিত করে। খেলায় বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক তারকা ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করেন। এসময় খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। রাজনগর ইউনিয়ন যুবসংঘ এ খেলার আয়োজন করে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর