Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদক চেয়ারম্যান ও ২ কমিশনারের পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৫:০৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:১২

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, দুই কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ ও তার দুই কমিশনার পদত্যাগ করেছেন। পদত্যাগ করার আগে আজ সকালে অফিস করেন তারা। এ সময় তারা তাদের দাফতরিক কাজগুলো সম্পন্ন করেন। বিকেলে তাদের দুদক সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তবে দুপুর ১ টার দিকে সংস্কার কমিশন বৈঠক স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

মূলত, এর পরই পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারা। পরে চেয়ারম্যান ও দুই কমিশনার তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে অনেকটা নীরবে দুদক কার্যালয় ত্যাগ করেন। এ সময়ে সচিব খোরশেদা ইয়াসমিন তাদের এগিয়ে দেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। ওই সময় তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন।

এর আগে, তিনি কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। ওই সময়ে তার সঙ্গে জহুরুল হককে কমিশনার (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর দেড় বছর পর আছিয়া খাতুনকে ক‌মিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খানের স্থলে নিয়োগ দেওয়া হয়।

বাকি দুই কমিশনারদের মধ্যে আছিয়া খাতুন ছিলেন সাবেক সচিব। এ ছাড়া জহুরুল হক সাবেক জজ ছিলেন। এই কমিশনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হিসেবে দুদক পরিচালনা করেছেন। তারা রাষ্ট্রের স্বার্থের চেয়ে সরকারের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ জিএস/এনজে/পিটিএম

কমিশনার চেয়ারম্যান দুদক পদত্যাগ

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধে ফেনীর অবদান
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৩

ছাত্র মৈত্রীর গৌরবের ৪৪ বছর
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

বিষণ্ন মেঘের নিচে কালো রাস্তা
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩

আরো

সম্পর্কিত খবর