Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বাসচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৬:০৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৮:০৬

সেনাবাহিনীর সহায়তায় শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজশাহী: রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মহানগরীর ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুদ্ধরা সেখানে থাকা কয়েকটি বাস ভাঙচুর করেছে। রাজশাহী থেকে ঘণ্টা দুয়েক দুরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সেনাবাহিনীর সহায়তায় শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুটির নাম মারিয়া আক্তার যুঁথি (৭)। সে নগরীর মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ এ বিষয়টি নিশ্চিত করে জানান, ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এ সময় শিশু মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। তবে কোন বাস তাকে চাপা দিয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। সিসি ক্যামেরা দেখে তা জানার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

তিনি জানান, যুঁথির মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তা নেওয়া হবে। বাস ও এর চালককে খোঁজা হচ্ছে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর