বিশ্ববিদ্যালয়ের হল থেকে গাঁজাসহ ৫ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আটক
২৯ অক্টোবর ২০২৪ ১৮:২৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি হলে গাঁজা সেবনের সময় পাঁচ শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে আলাওল হলের ২৩৪ নম্বর রুম থেকে তাদের আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি’র সদস্যরা। আটক শিক্ষার্থীরা দৃষ্টিপ্রতিবন্ধী বলে জানিয়েছেন সহকারি প্রক্টর সাইদ বিন কামাল।
আটক পাঁচজন হলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র মোজাম্মেল হক, দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের টুটুল হাসান, বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আনোয়ারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানিক মিয়া এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র মিজান মিয়া।
বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর সাইদ বিন কামাল বলেন, ‘নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে পাঁচজনকে গাঁজার প্যাকেটসহ আটক করেছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী হল প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
এ বিষয়ে জানতে চাইলে ডিজঅ্যাবল স্টুডেন্ট সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটি (ডিসকো) সংগঠনের সভাপতি শিহাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আটক পাঁচজনের দায় সংগঠন নেবে না। আমাদের সংগঠন সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তাতে আমাদের সংগঠনের কোনো আপত্তি নেই। তবে আমাদের একটাই দাবি শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে এর প্রভাব যেনো আমাদের ওপর না পড়ে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেন বলেন, ‘গুটিকয়েক শিক্ষার্থীর জন্য সাধারণ শিক্ষার্থীরা যাতে আমাদের ভুল না বোঝেন, সেই অনুরোধ করছি। আমরা সবসময় সবার সহযোগিতা নিয়ে পথ চলতে চাই।’
সারাবাংলা /এমআর/এইচআই