Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পতিত স্বৈরাচারের উসকানির ফাঁদে পা দেবেন না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ২২:২২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ০২:৩৪

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত স্বৈরাচার নানাধরনের উসকানি দিয়ে যাচ্ছে। কোনোভাবেই তাদের এই উসকানির ফাঁদে পা দেবেন না। আসুন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে কাজ করি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ইস্কাটন লেডিস ক্লাবে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৭১ সালে মুক্তিযুদ্ধে পর একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি নাই। এবার ৫ আগস্টের পর আবার একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আসুন আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন বাস্তবায়ন করি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা জাতীয়তাবাদীতে বিশ্বাসী, সকলে মিলে শান্তিতে বসবাস করতে চাই। ধর্ম যার যার দেশটা আমাদের সকলের। ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আসুন আমরা সবাই মিলে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করি।

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেই হিন্দুদের রক্ষার প্রক্রিয়া এখনো চলছে। আগে হিন্দুদের পূজার সময় কোনো মন্দির পাহারা দিতে হত না, এখন দেখি এসব! কেন? কোনো মুসলমান হিন্দুদের মন্দির ভাঙতে পারে না, কোনো ধর্মের এমন নেই। এটি কে করছে? যতবার ধরা পড়ছে সব আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগ। আমার এলাকায় যত হিন্দুদের জমি দখল করেছে সব আওয়ামী লীগের নেতা।’

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘মা আসেন প্রতি বছর ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য। ৫ আগস্ট এদেশ থেকে অসুর পালিয়ে গেছে। সত্যের জয় হয়েছে।’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা একটি রেইনবো জাতি গঠন করতে চাই। এটি বিএনপির দর্শন, এটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তার প্রতিফলন— তাতে কোনো সন্দেহ নেই। ধর্মকে মূলধন করে অনেকে নেতা হয়ে যান। তারা নিজেরা লাভবান হন। কিন্তু, যাদের কারণে লাভবান হন, তাদের নিয়ে কোনো ভাবনা নেই এসব ধর্ম ব্যবসায়ীদের।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপিতে গোত্র-ধর্ম নির্বিশেষে সবাই সমান। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুব্রত বুড়ুয়া, বিজন কান্তি সরকার, আফরোজা খানম রিতা, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, নির্বাহী সদস্য সুশীল বড়ুয়া, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট উপদেষ্টা তপন দে, মহাসচিব তরুণ দে, সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য গণফোরাম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ পতিত স্বৈরাচার মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর