Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রদ্রির ব্যালন ডি অর জয়ে গর্বিত গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪ ১০:৪৯

রদ্রির ব্যালন ডি অর জয়ে উচ্ছ্বসিত সিটি কোচ

গত মৌসুমে ম্যানচেস্টার সিটি ও স্পেনের হয়ে দুর্দান্ত সময় কেটেছে তার। ক্লাব ও জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ দুটি শিরোপা জেতা রদ্রি জিতেছেন ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি অর। ভিনিসিয়াস জুনিয়রকে পেছনে ফেলে তার এই খেতাব জেতা নিয়ে নানা আলোচনা সমালোচনা চললেও সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, যোগ্য ফুটবলার হিসেবেই ব্যালন ডি অর জিতেছেন রদ্রি।

ব্যালন ডি অর জেতায় বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন রদ্রি। ইতিহাসের তৃতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে এই খেতাব জিতলেন তিনি। ২০০৮ সালের পর এই প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে কোনো ফুটবলারের হাতে উঠল ব্যালন ডি অর। সবশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছিলেন এই খেতাব।

বিজ্ঞাপন

নিজ ক্লাবের ফুটবলারের ব্যালন ডি অর জেতায় উচ্ছ্বসিত গার্দিওলা, ‘পুরো সিটি তাকে নিয়ে গর্বিত। কয়েক বছর আগে আমরা এটা কল্পনাও করতে পারিনি যে আমাদের একজন ফুটবলার এই পুরস্কারটি জিততে পারে! আমরা এই খবরে অনেক বেশি আনন্দিত। আশা করি সে সামনের মৌসুমে দারুণভাবেই ফিরে আসবে। তার ব্যালন ডি অর জয় আমাদের প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের মতো।’

ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডি অর না জেতা নিয়ে নানা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গার্দিওলা বলছেন, ভিনিও যোগ্য দাবিদার ছিলেন এবার, ‘অবশ্যই সে এটা জিতলে যোগ্য হিসেবেই জিততো। গত বছর যখন হালান্ড জিততে পারেনি তখনও একই অবস্থা হয়েছিল, সে মেসিকে অভিনন্দ জানিয়েছিল। পরের মৌসুমে আবার ভিনিকে চেষ্টা করতে হবে। এটা সবার জন্যই উন্মুক্ত। ভালো করলে সবার সম্ভাবনা থাকে।’

সারাবাংলা/এফএম

গার্দিওলা ব্যালন ডি অর রদ্রি

বিজ্ঞাপন

ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ে নিহত
২ ডিসেম্বর ২০২৪ ১৫:৩২

আরো

সম্পর্কিত খবর