Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের সাবেক ডিসি গ্রেফতার, আনা হচ্ছে ট্রাইব্যুনালে

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১১:২৪

মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: গত জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে এই প্রথম গ্রেফতার কাউকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল-নোমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এর আগে, ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গত ২৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ অপর দুই বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এবং তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর