দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে চাপা বাংলাদেশ
৩০ অক্টোবর ২০২৪ ১৪:৪৪
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে তাইজুল ইসলামের ফাইফারের সুবাদে খানিকটা স্বস্তি পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকান লোয়ার মিডল অর্ডার ব্যাটার মুল্ডার-মুথুসামির দুর্দান্ত এক শতরানের জুটিতে রানের পাহাড় দাঁড় করিয়েছে প্রোটিয়ারা। চা বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ৫২৭ রান।
প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার তিন উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তিনটি উইকেটই পেয়েছিলেন তাইজুল। দ্বিতীয় সেশনের শুরুতে রায়ান রিকেলটনকে হারায় প্রোটিয়ারা। ম্যাচে নিজের প্রথম উইকেট তুলে নেন নাহিদ রানা। ১২ রান করা রিকেলটন মাহিদুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ষষ্ঠ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
দ্রুত দক্ষিণ আফ্রিকার লেজ গুটিয়ে দেওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছেন মুল্ডার-মুথুসামি জুটি। ৭ম উইকেটে এই দুই ব্যাটারের দুর্দান্ত এক জুটিতেই সেশনের বাকি সময়টা কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
তাইজুল-নাহিদদের হতাশায় ডুবিয়ে মুল্ডার-মুথুসামি জুটি পুরো সেশনেই দুর্দান্ত ব্যাটিং করে দলের স্কোর পার করেছে ৫০০। ২০১৩ সালের পর এই প্রথম এশিয়ার মাটিতে ৫০০ ছাড়ালো দক্ষিণ আফ্রিকার স্কোর। দলের পাহাড় সমান স্কোরের পাশাপাশি তাদের নিজেদের জুটিও পেরিয়েছে ১০০ রান। এই সময়ে মুল্ডার তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরির কাছে পৌঁছে গেছেন মুথুসামিও।
৬টি চার ও ৩টি চারে সাজানো ইনিংসে মুল্ডার অপরাজিত আছেন ৭৮ রানে। অন্য প্রান্তে তার সাথে আছেন ৪৭ রান করা মুথুসামি, তিনি মেরেছেন ২টি চার ও ২টি ছক্কা।
সারাবাংলা/এফএম