কমলার সঙ্গে ব্যবধান কমালেন ট্রাম্প
৩০ অক্টোবর ২০২৪ ১৮:২১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ২১:৪৩
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি এক সপ্তাহেরও কম। রয়টার্স-ইপসোস প্রকাশিত এক জরিপের তথ্য অনুযায়ী ট্রাম্প কমলার সঙ্গে তার ব্যবধান কমিয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় ১ শতাংশ এগিয়ে আছেন। এর আগের এর জরিপে কমলা ২ শতাংশ এগিয়ে ছিলেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রয়টার্স-ইপসোস জরিপের ফলাফল প্রকাশ করেন। ফলাফলে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি সমর্থন রয়েছে ৪৪ শতাংশ ভোটারের। অন্যদিকে ৪৩ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে পছন্দ হোয়াইট হাউসের প্রাক্তন বাসিন্দা ট্রাম্পকে। বাকি ১৩ শতাংশ ভোট লিবারেটরিয়ান পার্টি, গ্রিন পার্টি-সহ বিভিন্ন দল এবং নির্দল প্রার্থীদের পক্ষে গিয়েছে।
এক হাজার ১৫০ জন প্রাপ্তবয়স্কদের মধ্যে চালানো হয় এই জরিপ। ভোটাররা সবচেয়ে চাপের বিবেচনা করে এমন বেশ কয়েকটি জায়গায় ট্রাম্পকে হ্যারিসের তুলনায় পছন্দ করেছেন।
আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। এত দিন পর্যন্ত অধিকাংশ জনমত সমীক্ষায় রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলার চেয়ে পিছিয়ে ছিলেন।
গত ২১ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১,১৫০ জন ভোটারকে নিয়ে জনমত সমীক্ষাটি চালিয়েছিল রয়টার্স-ইপসোস। সেই সমীক্ষাতে দেখা যায়, অর্থনীতি, বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ভোটারদের পছন্দ প্রাক্তন প্রেসিডেন্টকেই। অভিবাসন-সমস্যা রুখতেও ট্রাম্পকে বেছেছেন ভোটারেরা। অন্য দিকে, দেশে চরমপন্থী রাজনীতির প্রসার রুখতে কমলার উপর ভরসা রয়েছে ভোটারদের। এর আগে রয়টার্স-ইপসোসের গত ১৬ থেকে ২১ অক্টোবরের সমীক্ষাতেও এগিয়ে ছিলেন কমলা। সেখানে অবশ্য দুই প্রতিদ্বন্দ্বীর ব্যবধান ছিল ২ শতাংশ।
উল্লেখ্য, গত সপ্তাহে ইমারসন কলেজ এবং এবিসি নিউজ়, সিবিএস নিউজ় প্রকাশিত রিপোর্টেও এগিয়ে ছিলেন কমলা। তবে ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই কমছে ব্যবধান! শেষবেলায় প্রায় সব সমীক্ষারই রিপোর্ট বলছে, দু’জনের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।
সারাবাংলা/এইচআই