স্থায়ী প্রশাসক পাচ্ছে সিটি করপোরেশন-পৌরসভা, ‘কমছে’ ইউপির মেয়াদ
৩০ অক্টোবর ২০২৪ ১৪:১৪
ঢাকা: দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভায় সার্বক্ষণিক প্রশাসক নিয়োগ দেওয়া হবে। জনগণের পরিপূর্ণ সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইসঙ্গে বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেয়াদ পাঁচ বছর রয়েছে, সেটা কমিয়ে তিন বছর করার আভাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্ল উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সময় স্থানীয় সরকারের নানা কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি। সিটি করপোরেশন, পৌরসভার সেবার বিষয়টি সামনে এনে উপদেষ্টা বলেন, অস্থায়ীভাবে সেবা দিতে গেলে কখনও কখনও কাজটা সঠিকভাবে হয় না। দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভার সব জায়গায় প্রশাসন দিয়েছি আমরা। তারা সেবা দিচ্ছেন। তবে এক্ষেত্রে আমরা সার্বক্ষণিক প্রশাসক নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছি।
এ এফ হাসান আরিফ বলেন, সিটি করপোরেশন ও পৌরসভায় সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রশাসক নিয়োগ দেওয়া হবে। এটা খুব শিগগিরই উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা বলেন, আমরা কিন্তু সিটি করপোরেশন পৌরসভা থেকে প্রশাসন অপসারণ করেছি আইন মেনে। কিন্তু এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদে হাত দেওয়া হয়নি। আমরা একজন জনপ্রতিনিধিকেও অপসারণ করা হয়নি। যদিও আইন কিন্তু আছে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ এক সময় তিন বছর ছিল। কিন্তু সেটা পাঁচ বছর করা হয়। কিন্তু অর্জন তো কিছু হয়নি। আমার ব্যক্তিগত মতামত মেয়াদ তিন বছর থাকুক। তাহলে আরও অন্তত দুইজন জনপ্রতিনিধি কাজ করার সুযোগ পাবেন। তাছাড়া নির্বাচনের মেয়াদ বা জনপ্রতিনিধিকে পাঁচ বছর সুযোগ দিয়ে তো কোনো সফলতা আসছে না। এতে করে বেশি মানুষ স্থানীয় প্রশাসনে যুক্ত হতে পারবেন। মানুষ সঠিক সেবা পাবে।
তিনি আরও বলেন, হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে কবে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারন করা হবে। সেটা আসলে সময় বলে দেবে।
সারাবাংলা/জেআর/ইআ