Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবদুল্লাহপুরে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৫:২৪

প্রতিকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুরে বাস ধাক্কায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধা মারা গেছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর মোড়ে একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ। পরে থানা পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, ওই নারী ভবঘুরে এবং ভিক্ষাবৃত্তি করতেন। সকালে আব্দুল্লাহপুর মোড়ের রাস্তা পার হওয়ার সময় ওয়ান স্টার পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এসআই আরও জানান, ‘ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককেও আটক করা হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই

বিজ্ঞাপন
সর্বশেষ

ভুতের উৎসব হ্যালোউইন
৩০ অক্টোবর ২০২৪ ১৮:২৪

সম্পর্কিত খবর