Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী সপ্তাহে খুলতে পারে বান্দরবানের পর্যটন কেন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৫:৩২

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন

বান্দরবান: আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

বুধবার (৩০ অক্টোবর) সকালে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান।

এ সময় তিনি আরও বলেন, ‘দুটি প্রস্তাবনার কথা বলা হয়েছে। পুরো বান্দরবান জেলাকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার জন্য অথবা যে কয়টিতে নিরাপত্তার ঝুঁকি আছে ওইগুলো বাদ দিয়ে পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে। সামনের পর্যটন মৌসুমে আমরা ব্যবসায়ীদের সঙ্গে আছি। ‘

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সেনা রিজিয়নের মেজর মোঃ শায়েখ উজ জামান, বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল মোটেল রিসোট ওনার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

উল্লেখ্য, দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

সারাবাংলা/এসডব্লিউআর

পর্যটন বান্দরবান

বিজ্ঞাপন

বিজয় দিবসে লন্ডনে গাইবে চিরকুট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩

আরো

সম্পর্কিত খবর