Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড’ প্রদানের উদ্যোগ ইবি’তে

ইবি করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৫:৫০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:৫৩

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষদ ভিত্তিক বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর সভাপতি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন উপাচার্য।

অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ভার্চুয়াল কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় শিক্ষকরা বক্তব্যে স্ব-স্ব বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

বিজ্ঞাপন

এসময় উপাচার্য বলেন, ‘ফ্যাকাল্টি ভিত্তিতে বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে। গুণীর কদর যে দেশে থাকে না, সেই দেশ অগ্রসর হতে পারে না। স্বীকৃতি যেখানে নেই, সেখানে কাজ করে আনন্দটা কোথায়? এই বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিভাগীয় ফান্ড বৃদ্ধির বিষয়টি তার প্রধান বিবেচনার বিষয়। দ্বিতীয় ফোকাস থাকবে ল্যাবগুলোকে সুন্দরভাবে গোছানো। তিনি আরও বলেন, পেপার বেইজড নয়, রিসার্চ বেইজড রিসার্চ সেন্টার করা হবে এবং সবার রিসার্চ ওয়ার্ক আপলোড করা হবে ওয়েবসাইটে।’

সভায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম নাজমুল হুদা, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান ছাড়াও অনুষদের অন্য শিক্ষকরা বক্তব্য রাখেন।

সারাবাংলা/এইচআই

ইসলামী বিশ্ববিদ্যালয় বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর