Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মাস পর কবর থেকে গৃহবধুর মরদেহ উত্তোলন

লোকাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৬:১১

মরদেহ উত্তোলন করা হচ্ছে

যশোর: যশোরের শার্শায় দাফনের ২ মাস পর আদালতের নির্দেশে তাসলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ২টার সময় উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম।

নিহত তাসলিমা খাতুন শার্শা উপজেলার আমলাই গ্রামের নূর আহম্মেদের স্ত্রী।

তাসলিমার স্বামী নূর আহম্মেদ জানান, ২৬ অগাস্ট ফজরের নামাজের জন্য ভোরে মসজিদে যান তিনি। নামাজ শেষে মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় শেষে বাড়ি এসে তিনি স্ত্রীকে ডাকাডাকি করেন। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে যেয়ে স্ত্রীকে খাটের ওপর পড়ে থাকতে দেখেন তিনি। তার মাথার পেছনের ওপর একটি বালিশ পড়ে ছিল এবং সে বালিশ সরিয়ে নিলে একটি আঘাতের ক্ষত চিহ্ন দেখা যায়। পরে পরিবারের চাপে পড়ে ময়নাতদন্ত ছাড়া তাকে দাফন করা হয়।

তিনি বলেন, ‘স্ত্রীর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যা বলে মনে করি তাই হত্যাকারী হিসেবে আপন দুই ভাইপোর নাম উল্লেখ করে আদালতে মামলা করি। ‘

পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আটক নজরুল ইসলাম হেলালির ছেলে ইসমাইল হোসেন ও রফিকুল ইসলামের ছেলে নাইম হোসেন পুলিশ রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।’

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিন এবং বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম।

সারাবাংলা/এসডব্লিউআর

গৃহবধূ হত্যা মরদেহ উত্তোলন যশোর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর