Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফে ফের সেরা বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪ ২০:৩৮

সাফ বিজয়ের পর উল্লাসে বাংলাদেশের মেয়েরা

নেপালের কাঠমান্ডুতে নারী সাফ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। জমজমাট এক ফাইনালে মনিকা ও ঋতুপর্ণার দুই গোলে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

দুই বছর আগে একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারের ফাইনালটা অবশ্য বেশ কঠিন ছিল তহুরাদের জন্য। মাত্র ২ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিপারের ভুলে বল আসে তহুরার পায়ে। তার শট পোস্টে লেগে ফিরে গেলে লিড পায়নি বাংলাদেশ। ১০ মিনিটের মাথায় নেপালের আমিশার শটও পোস্টে লেগে ফিরে যায়।

বিজ্ঞাপন

৩৫ মিনিটে আবার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মনিকা চাকমা পায়ে বল পেয়েও সেটা গোলে পরিণত করতে পারেননি। দুই দলের কেউই আর গোল না পেলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ৫২ মিনিটে মনিকা চাকমার গোলে উল্লাসে ভাসে বাংলাদেশ। তবে তাদের এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩ মিনিট পরেই ম্যাচে সমতা ফেরায় নেপাল। প্রীতির দারুণ এক থ্রু পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি আমিশা।

ম্যাচের ৬৭ মিনিটে আবার লিড পেতে পারত বাংলাদেশ। বক্সের বাইরে থেকে নেওয়া মারিয়ার শট দুর্দান্ত এক সেভে বাঁচিয়ে দেন নেপাল কিপার আঞ্জিলা। অবশেষে ৮১ মিনিটে জয়সূচক গোল আসে ঋতুপর্ণা চাকমার পা থেকে। বক্সের অনেক বাইরে থেকে নেওয়া তার অসাধারণ এক শট নেপাল কিপারকে পরাস্ত করলে ২-১ এর লিড নেয় বাংলাদেশ।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেই টানা দ্বিতীয় সাফ শিরোপা ঘরে তুললো বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

নেপাল ফাইনাল বাংলাদেশ সাফ নারী ফুটবল

বিজ্ঞাপন
সর্বশেষ

সাফে ফের সেরা বাংলাদেশের মেয়েরা
৩০ অক্টোবর ২০২৪ ২০:৩৮

সম্পর্কিত খবর