Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার


৩০ অক্টোবর ২০২৪ ২২:৪৭

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যা মামলার অন্যতম আসামি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে চকরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক আরিফ হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ অপহরণ হন। অপহরণের ১৪ দিন পর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেফতার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর