টমটমের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, মাদরাসা ছাত্র নিহত
৩১ অক্টোবর ২০২৪ ১০:৫২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৪১
বরিশাল: খুলনা-বরিশাল মহাসড়কে গাছ বোঝাই একটি টমটমের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে জুয়েল খন্দকার (১৬) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা সোয়ান গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল খন্দকার উপজেলার কাঠিপাড়া এলাকার লোকমান খন্দকারের ছেলে ও শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের মোল্লার এলাকা থেকে সোয়ানকে সঙ্গে নিয়ে জুয়েল মোটরসাইকেলে বেপরোয়া গতিতে রাজাপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে বারাকপুর এলাকায় টমটমের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জুয়েল মারা যায়। আহত সোয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/ইআ