Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৩:১৩

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন ৩৯ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন গাজীপুরের শ্রীপুরের উদয়খালী এলাকার মঈজ উদ্দিনের মেয়ে সাজেদা খাতুন (৪৫) এবং টাঙ্গাইলের ঘাটাইল শংকরপুরের আ. রহমানের ছেলে আব্দুস সাত্তার (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গাজীপুরের সাজেদা খাতুন ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজেদা খাতুন ডেঙ্গু জ্বর ছাড়াও ফুসফুসের ইনফেকশন রোগে ভুগছিলেন।

আর টাঙ্গাইলের আ. সাত্তার গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে আজ সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডেঙ্গু জ্বর ছাড়াও তিনি কিডনির রোগে ভুগছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে পুরুষ ৩৩, ম‌হিলা ৫ ও শিশু ১ জন।

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ভর্তি ২১ জন। ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

সারাবাংলা/এসডব্লিউআর

ডেঙ্গু ময়মনসিংহ মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর